Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমিকা : জাতীয় ভাবে উন্নতমানের দানজাতীয় শস্যের চাহিদা মেটানোর জন্য বিএডিসি’র বীজ সংগ্রহ উইং এর অধীনে “ অধিক বীজ উৎপাদন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহন করা হয়। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রয়ারি মাস থেকে এই প্রকল্পটি ধান, গম ও ভূট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প নামে নামকরণ করা হয়। সমগ্র বাংলাদেশে এই প্রকল্পে আওতায় ১২ টি বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে। তন্মধ্যে সাতক্ষীরা জেলার নারিকেলতলায় একটি কেন্দ্র স্থাপিত হয়েছে।

কেন্দ্র স্থাপন : ২০০০ খ্রি: সালের আগষ্ট মাসে বিএডিসি’র সার গুদামকে বীজ গ্রদাম হিসাবে ব্যবহার উপযোগী করে অত্র কেন্দ্র যাত্রা শুরু করে।

অবস্থান : সাতক্ষীরা শহরের প্রবেশ মুখে নারিকেলতলা নামক স্থানে কেন্দ্রটি অবস্থিত।

বীজ উৎপাদন  কেন্দ্রের উদ্দেশ্য ও লক্ষ্য : 

  • চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদন করে উৎপাদিত বীজ অত্র কেন্দ্রে সংগ্রহ করা হয় এবং সংগৃহিত বীজ অত্র কেন্দ্রেই প্রক্রিয়াজাত করে পরবর্তী মৌসুমে বীজ বিতরণ বিভাগের মাধ্যমে চাষিদের মাঝে বিতরণ করা হয়। কেন্দ্রে শুধুমাত্র দানাদার জতীয় শস্য বীজউৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করা হয়। তাছাড়া বেসরকারী বিভিন্ন বীজ উৎপাদনকরী প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা হয়। বর্তমানেএখানে নিজস্ব ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রায় ৪০০০ মে: টন বীজ প্রতি বছর সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
  • চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যম দানাদার ফসল বিশেষত: ধান, গম ও ভূট্টার গুনগত মানসম্পন্ন বীজ উৎপাদন।
  • প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বীজ উৎপাদনকারী চাষি তৈরী ও আর্থ সামাজিক উন্নয়ন।
  • দানা শস্যে স্বয়ংম্পূর্ণতা অর্জন।
  • ভিত্তি বীজ পরিবর্ধনের মাধ্যমে প্রত্যায়িত ও মানঘোষিত বীজ উৎপাদন করা এবং উৎপাদিত বীজের সরবরাহ প্রাদন করে তা কৃষকদের দোর গোড়ায় পৌছানো।
  • বেসরকারী খাতে বীজ শিল্প প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান।
  • বীজ নীতির সফল বাস্তবায়ন।